WelCome To

1mnews01

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Header Ads Widget

banner

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস


সাবেক ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ) নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি মো. আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন তাকে জামিন দেওয়া হবে না।

পরে, ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে চিন্ময় দাসকে জামিন মঞ্জুর করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। তবে জামিন পাওয়ার ফলে তিনি আপাতত মুক্ত থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

Post a Comment

0 Comments