WelCome To

1mnews01

পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের

Header Ads Widget

banner

পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের

 পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের


ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের (শিন বেট) প্রধান রোনেন বার অবশেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৩৫ বছরের কর্মজীবনের ইতি টানার ঘোষণা দিয়ে রোনেন বার বলেন, “চলতি বছরের ১৫ জুন আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। নিয়মতান্ত্রিকভাবে যোগ্য উত্তরসূরি নির্বাচনের জন্য এই সময়টি নির্ধারিত হয়েছে।”

রোনেন বারের পদত্যাগের এ ঘোষণা এমন এক সময় এলো, যখন ইসরায়েলজুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। এর আগে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্তের উদ্যোগ নেন। সে সময় নেতানিয়াহুর এ সিদ্ধান্ত দেশজুড়ে তীব্র সমালোচনা ও বিক্ষোভের জন্ম দেয়।

সমালোচকদের মতে, সরকার রোনেন বারকে সরিয়ে দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে চাইছে এবং ইসরায়েলের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।

বিশ্লেষকদের মতে, চলমান দুর্নীতির মামলায় সহযোগিতা না করা এবং বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে অনাগ্রহ দেখানোর কারণে নেতানিয়াহুর আস্থা হারান রোনেন বারের ওপর। তবে দেশটির সর্বোচ্চ আদালত সে সময় বরখাস্তের সিদ্ধান্ত আটকে দেয়।

সবশেষে, রাজনৈতিক চাপ ও টানাপোড়েনের এ অধ্যায়কে পাশ কাটিয়ে রোনেন বার নিজেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন, যা ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।


Post a Comment

0 Comments