বিদেশি চিকিৎসক দলকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসে জরুরি সেবা দিচ্ছেন সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক ও নার্সের প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (২৭ জুলাই) আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিঙ্গাপুরের মিশন প্রধানসহ অন্যান্য কূটনৈতিক ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “এই চিকিৎসক ও নার্স দল শুধু তাদের পেশাগত দক্ষতা নিয়েই এসেছেন না, বরং তাদের মানবতা ও হৃদয়ও নিয়ে এসেছেন। তাঁদের উপস্থিতি আমাদের অভিন্ন মানবিকতা ও বিপর্যয়ের সময়ে বৈশ্বিক সংহতির গুরুত্বকে আবারও প্রমাণ করেছে।”
তিনি জাতীয় সংকটের সময় চিকিৎসক দলের এই আত্মত্যাগ ও সংহতির প্রশংসা করেন এবং বলেন, “আহত রোগীদের জটিল চিকিৎসা ও ট্রমা কেয়ার নিশ্চিত করতে স্থানীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে মিলে মেডিক্যাল টিম অক্লান্ত পরিশ্রম করছে।”
ড. ইউনূস দ্রুত কূটনৈতিক সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে ধন্যবাদ জানান, যার ফলে এই চিকিৎসক দলগুলো সময়মতো এবং নির্বিঘ্নে বাংলাদেশে এসে তাদের গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পেরেছে।
তিনি সফররত চিকিৎসকদের বলেন, “সরকার আপনাদের কাজকে আরও সহজতর করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমরা আশা করি, স্বাস্থ্যসেবা খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষার আদান-প্রদান এবং দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনে দীর্ঘমেয়াদী ও ভার্চুয়াল অংশীদারিত্ব বজায় রাখবেন।”
প্রধান উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, “এ ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব শুধু জরুরি চিকিৎসায় সহায়তা করবে না, বরং জনস্বাস্থ্য উন্নয়ন ও ভবিষ্যৎ জরুরি প্রস্তুতিতে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি তৈরি করবে।”
এই বৈঠক ও সহযোগিতা বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে সংকটকালীন সময়ে আরও সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0 Comments