WelCome To

1mnews01

গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির, কাল গেজেট

Header Ads Widget

banner

গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির, কাল গেজেট

গাজীপুরে আসন বৃদ্ধি ও বাগেরহাটে কমানোর খসড়া অনুমোদন ইসির, কাল গেজেট

ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে গাজীপুর জেলায় একটি নতুন আসন যুক্ত করার এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানোর সুপারিশ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন,

“গাজীপুরে ভোটারের সংখ্যা অনেক বেশি হওয়ায় সেখানে একটি আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে তুলনামূলক কম ভোটার থাকায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। বিষয়টি আগামীকাল (৩১ জুলাই) গেজেট আকারে প্রকাশ করা হবে।”

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আরও সিদ্ধান্ত

ইসি কমিশনার জানান, ৪২টি আসনের আবেদন পর্যালোচনা করে বিশেষায়িত কারিগরি কমিটি ছোট-বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

১০ আগস্টের পর এসব খসড়া নিয়ে দাবি-আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। এরপরই আসনসংখ্যা ও সীমানা চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন,

“গড় হিসেবে প্রতিটি আসনে প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটার রয়েছে। সেই ভিত্তিতে এবং আইন অনুযায়ী প্রতিটি আসনের সীমানা পর্যালোচনা করা হয়েছে। ১, ২ ও ৩টি আসনবিশিষ্ট জেলাগুলো এই পুনর্বিন্যাসের বাইরে রাখা হয়েছে।”

সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট

এ পর্যায়ে সবচেয়ে বেশি ভোটারসংখ্যার জেলা গাজীপুর, যেখানে একটি আসন বাড়ানো হচ্ছে। অন্যদিকে সবচেয়ে কম আসনের জেলা বাগেরহাট, সেখানে একটি আসন কমানো হচ্ছে।


Post a Comment

0 Comments