গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াতেই দায়িত্ব হস্তান্তর সম্ভব। ক্ষমতা দখলের অন্য কোনো চেষ্টাই সফল হবে না।
সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে—ক্ষমতায় যেই আসুক না কেন। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।”
উল্লেখ্য, ৫ আগস্টের ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ বক্তব্য দেন, যখন একদল অশান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করেছিল, যা ব্যর্থ হয়।
0 Comments