পটুয়াখালীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবক ইমরান শরীফের (২০) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রাম সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইমরানের মরদেহ শনাক্ত করে উদ্ধার করেন।
🚤 ট্রলার দুর্ঘটনার বিবরণ:
ইমরানের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেবের চর এলাকায়।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তিনি একটি ট্রলারে করে কালাইয়া বন্দরের বরফকলের উদ্দেশ্যে রওনা হন। পথে নিম্নচাপের প্রভাবে নদীতে ঢেউয়ের তীব্রতায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে যান।
🧑🤝🧑 পরিবারের বক্তব্য:
নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ জানান,
👉 “ইমরান নিখোঁজ হওয়ার পরপরই পরিবার ও এলাকাবাসী নৌকায় করে তাকে খুঁজতে থাকেন।
শেষ পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নদীর পাড়ে তার মরদেহ পাওয়া যায়।”
তিনি আরও বলেন,
👉 “এটি একটি দুর্ঘটনা, আমাদের কোনো অভিযোগ নেই।”
👮♂️ প্রশাসনের বক্তব্য:
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান,
👉 “নিখোঁজের পরপরই ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়।
রোববার সকালে পরিবারের সদস্যদের কাছ থেকেই মরদেহ উদ্ধারের খবর পাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।”
🕯️ সম্পাদকের নোট:
নিম্নচাপের কারণে নদীতে ঢেউ ও স্রোতের গতি বাড়ায় ট্রলারসহ যেকোনো জলযানে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।
0 Comments