সন্ত্রাসে পনির হাওলাদার: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ
মোঃ গোলাম মাওলা, বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা পনির হাওলাদার আবারও এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনসাধারণের মাঝে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সাম্প্রতিক গ্রেপ্তার ও পূর্বের অপরাধ
স্থানীয় সূত্রে জানা গেছে, পনির হাওলাদার গত জুলাই মাসে অবৈধ বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং কয়েক সপ্তাহ কারাভোগ করেন। জামিনে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি আবারও অপরাধ জগতে সক্রিয় হয়ে পড়েন। তার বিরুদ্ধে ইতোমধ্যেই দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পুনরায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁদাবাজি, লুটপাট ও মাদক ব্যবসায়ের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, মুক্তির পর পনির হাওলাদার একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা, প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, এবং স্থানীয় যুবকদের মাদকের সঙ্গে জড়িয়ে ফেলা – এসব অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “আমরা রাতে ঘুমাতে পারি না। ওর লোকজন এলাকায় ঘোরাফেরা করে অস্ত্রসহ। ব্যবসা করা তো দূরের কথা, কথা বলতেও ভয় লাগে।”
নারী সংক্রান্ত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
পনির হাওলাদারের বিরুদ্ধে নারী সংক্রান্ত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও নতুন নয়। একাধিক ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তিনি তার প্রভাব খাটিয়ে নারীদের হেনস্তা করে থাকেন। এসব ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অভিযোগ রয়েছে।
জনসাধারণের মধ্যে আতঙ্ক, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ
পনির হাওলাদারের দাপটে এলাকার সাধারণ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকে মুখ খুলতে সাহস পান না। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল। তারা বলছেন, একজন জনপ্রতিনিধি হয়ে যদি এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
বিচার দাবি এলাকাবাসীর
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, পনির হাওলাদারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্তের পাশাপাশি, অতীতের সব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
🟥 সংবাদ সারাংশ:
-
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা পনির হাওলাদার জেল হাজতে
-
বিস্ফোরক, চাঁদাবাজি, মাদক ও নারী কেলেঙ্কারির অভিযোগ
-
এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ
-
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
-
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনসাধারণের
0 Comments