ক্যানসারে আক্রান্ত বুয়েট শিক্ষার্থী এহসানুলকে বাঁচাতে পরিবারের আকুতি
শরীর ভালো যাচ্ছিল না। হাসপাতাল থেকে হাসপাতালে দৌড় আর কেমোথেরাপির যন্ত্রণায় ভরা প্রতিদিন। কিন্তু থেমে থাকেননি পাবনার ঈশ্বরদীর এহসানুল কবির অমিত (২০)। জীবন-মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েও তিনি ছাড়েননি লেখাপড়া। কঠিন সংগ্রামের মধ্যেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৮১তম স্থান অর্জন করেছেন এই মেধাবী তরুণ।
এহসানুলের এই সাফল্য শুধু নিজের জন্য নয়, গোটা সমাজের জন্য এক অনুপ্রেরণা। কিন্তু আজ সেই মেধাবী তরুণ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার শরীরে ফের সক্রিয় হয়ে উঠেছে হজকিন লিম্ফোমা নামের ক্যানসার। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে।
📍 সফলতা আর সংগ্রামের গল্প
পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরি কাচারীপাড়ার ছেলে এহসানুল কবির। বাবা হুমায়ুন কবীর (লিটন) ছিলেন ব্যবসায়ী, এখন তেমন কোনো উপার্জন নেই। মা রুনু কবীর গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে ছোট এহসানুল ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পান। শিক্ষা বোর্ডের বৃত্তিও পেয়েছেন।
২০২২ সালে তার শরীরে ধরা পড়ে হজকিন লিম্ফোমা ক্যানসার। এরপর শুরু হয় কেমোথেরাপি। ঢাকার স্কয়ার হাসপাতালে দীর্ঘ দুই বছর ধরে চলেছে চিকিৎসা। কিছুটা সুস্থ হলেও গত এপ্রিল মাসে রিপোর্টে দেখা যায়, ক্যানসার ফের ছড়িয়ে পড়েছে পেটের লসিকাগ্রন্থিতে। এবার কেমো দেওয়া যাচ্ছে না।
🏥 জরুরি চিকিৎসায় প্রয়োজন ৫৫ লাখ টাকা
এহসানুলকে বাঁচাতে দরকার প্রায় ৫৫ লাখ টাকা, যা দিয়ে হবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বাবা হুমায়ুন কবীর জানালেন, ইতিমধ্যেই চিকিৎসায় ৪০ লাখ টাকা খরচ করে দিয়েছেন। বিক্রি করেছেন জমিজমা, আজ আর কিছুই অবশিষ্ট নেই। এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সহায়তা চাইছেন।
🥺 মায়ের কান্না, শিক্ষকের আবেদন
মা রুনু কবীর বলেন, ‘ছেলেটার দিকে তাকাতে পারি না। বুকটা ফেটে যায়। ও বাঁচতে চায়, মানুষ হতে চায়।’
ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান বলেন, ‘অমিত আমাদের সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন। সমাজের সবার এগিয়ে আসা দরকার।’
🤝 সাহায্য পাঠানোর তথ্য:
ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাবধারী: মোছা. রুবিনা ইয়াসমিন
অ্যাকাউন্ট নম্বর: ৪১১১১৩৪০৮৯২৩৮
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি, ঈশ্বরদী শাখা, পাবনা।
বিকাশ নম্বর: ০১৭৬৩৩৯১১১২ (এহসানুলের বড় বোন)
0 Comments