এবার ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা সামিট কমিউনিকেশনের
দেশের অন্যতম ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস লিমিটেড ইন্টারনেট সেবার বিভিন্ন স্তরে খরচ কমানোর ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটিসি (International Terrestrial Cable) এবং আইআইজি (International Internet Gateway) পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন (Nationwide Telecommunication Transmission Network) পর্যায়ে ১৫-২০ শতাংশ পর্যন্ত খরচ কমানো হচ্ছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকার ঘোষিত সাশ্রয়ী ইন্টারনেট সেবার উদ্যোগকে সমর্থন জানিয়েছে। সামিট কমিউনিকেশনস জানিয়েছে, ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদানের যে ঘোষণা আইএসপি সংগঠনগুলো দিয়েছে, তা সাধুবাদযোগ্য এবং এতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।
এদিকে গতকাল (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে, যা ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সামিট কমিউনিকেশনস আরও জানায়, “ইন্টারনেটের গুণগত মান বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে সরকার ঘোষিত প্রতিটি পদক্ষেপে আমরা অঙ্গীকারবদ্ধভাবে পাশে আছি।”
বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্টারনেট ব্যয় কমানোর এই উদ্যোগ দেশের ডিজিটাল কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের নাগালে ইন্টারনেট পৌঁছাতে সহায়ক হবে।
0 Comments