WelCome To

1mnews01

গাজায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

Header Ads Widget

banner

গাজায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি

 গাজায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি


অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অনেকেই।

শুক্রবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের অবরোধের কারণে সেখানে আরও রোগব্যাধি ও মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমানে গাজায় ১০ হাজারের বেশি মানুষকে বিদেশে চিকিৎসার জন্য স্থানান্তর করা জরুরি বলে মনে করেন তিনি।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের হামলায় ১৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮৮৬ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজারের বেশি আহত হয়েছেন।


Post a Comment

0 Comments