জামালপুর নৌকাডুবি ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে এখন পর্যন্ত চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও বৈশাখী নামে এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুম (৭) নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছিল মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ফায়ার সার্ভিসের দল কয়েক ঘণ্টার চেষ্টার পর কুলসুমের মরদেহ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ বৈশাখীকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে পাঁচ শিশু মিলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায় এবং শিশুরা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
শুক্রবার রাতে ফায়ার সার্ভিস তিন শিশুর মরদেহ উদ্ধার করে — তারা হলো আবু হাসান (৮), সাইবা (৯) এবং পলি (৭)। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন।
আজ সকালে নিখোঁজ থাকা অপর দুই শিশুর মধ্যে কুলসুমের মরদেহ উদ্ধার হলেও, বৈশাখীর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। স্থানীয়রা ও স্বজনেরা নদীর পাড়ে অপেক্ষা করছেন শিশুটির সন্ধানের আশায়।




0 Comments