WelCome To

1mnews01

দুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই

Header Ads Widget

banner

দুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই

দুই বছরের কন্যাকে হারালেন হজরতউল্লাহ জাজাই


আফগানিস্তানের তারকা ব্যাটার হজরতউল্লাহ জাজাই। যার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয়ের আনন্দে ভেসেছে আফগানরা। তবে এবার সেই জাজাইয়ের পরিবারেই বইছে শোকের ছায়া। কেননা নিজের দু’বছর বয়সী কন্যাকে হারিয়েছেন এই আফগান ব্যাটার। ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

শুক্রবার (১৪ মার্চ) জাজাইয়ের জাতীয় দলের সতীর্থ করিম জানাত সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদ জানান।

এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লেখেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য আমি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তাদের আপনার প্রার্থনায় রাখুন। হজরতউল্লাহ জাজাই ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।


সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জাজাইকে অনুসরণ করেন, তাদের একটি বিষয় বেশ জানা। প্রায়ই তিনি নিজ কন্যার আনন্দমুখর ছবি ও ভিডিও পোস্ট করতেন। মেয়েকে হারানোর পর বাবা হিসেবে স্বভাবতই কঠিন এক সময় পার করছেন তিনি।


Post a Comment

0 Comments