হজে দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের সৌদি আরবে নেওয়া না করার অনুরোধ
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের নির্দেশনা
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন, শুধুমাত্র অর্থের জন্য দুর্বল, অসুস্থ বা হজ করার মতো ফিট নন এমন ব্যক্তিকে সৌদি আরবে নেওয়া না হওয়া উচিত।
হজ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে নির্দেশনা
উপদেষ্টা বলেন, সৌদি সরকারের ক্যাটারিং সার্ভিসের খাবার, মুজদালিফার টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য ঢাকা থেকে অনুরোধ জানানো হবে। এছাড়া মধ্যসত্ত্বভোগীদের হজ থেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
দেশের ভাবমূর্তি রক্ষা
ড. খালিদ হোসেন সতর্ক করেছেন, সৌদি আরবে জর্দা ও সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই এসব নিলে বা নেওয়ার চেষ্টা করলে তা প্রতিরোধ করার জন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।
0 Comments