WelCome To

1mnews01

দাবানলে পুড়ছে কানাডার ২ অঞ্চল

Header Ads Widget

banner

দাবানলে পুড়ছে কানাডার ২ অঞ্চল

দাবানলে পুড়ছে কানাডার ২ অঞ্চল

ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে কানাডার পশ্চিম ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ম্যানিটোবা থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ১৭ হাজার বাসিন্দাকে। প্রদেশটিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচেওয়ান প্রদেশেও বৃহস্পতিবার জারি করা হয়েছে দাবানলজনিত জরুরি অবস্থা।

এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে ৪ হাজারের বেশি মানুষকে। এছাড়াও, নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর প্রদেশের চার্চিল ফলস শহরের কাছে ছড়িয়ে পড়েছে দাবানল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রায় দু’শ হেক্টর এলাকার আগুন।

আলবার্টা ও অনটারিও প্রদেশেও ছড়িয়ে পড়েছে আগুন। কানাডাজুড়ে বর্তমানে সক্রিয় রয়েছে অন্তত ১৬৩ টি দাবানল, যার মধ্যে অর্ধেকের বেশি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এসব দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি।

আশঙ্কা করা হচ্ছে, আরও খারাপ হবে পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কাছাকাছি সময়ে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এলাকাগুলোতে।



Post a Comment

0 Comments