WelCome To

1mnews01

শেরপুরে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

Header Ads Widget

banner

শেরপুরে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

শেরপুরে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় বাড়ির পাশে নালার পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো নামাপাড়া গ্রামের সালাম মিয়ার যমজ কন্যা সন্তান মিলা ও শিলা (১১)। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকলের অজান্তে ৫ জন  মিলে বাড়ির পাশের একটি নালার পানিতে  গোসল করতে যায়। গোসল করা অবস্থায় নিলা ও শিলাসহ মোট ৩ জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তা দেখতে পেয়ে ওই নালার পানি থেকে তাদেরকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই জমজ বোনের মত্যু হয়। বাকি একজনকে গুরুতর অবস্থায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

তারা আরও জানান, শিলা ও মিলা স্থানীয় একটি ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। তার বাবা সালাম মিয়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম। 



Post a Comment

0 Comments