আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইট-পাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণায় হামলার শিকার
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারণার সময় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে এক প্রচারণা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রচারণায় অংশ নিতে প্রেসিডেন্ট মিলেই তার বোন কারিনা মিলেই ও দলের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করে উত্তেজিত জনতা প্রেসিডেন্ট ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাটকেল, বোতল ও অন্যান্য বস্তু নিক্ষেপ করতে শুরু করে। এ ঘটনায় মিলেই আঘাতপ্রাপ্ত হন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় গাড়িতে উঠিয়ে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সমর্থকরা একে সরকারবিরোধী ষড়যন্ত্র হিসেবে দাবি করলেও বিরোধীরা বলছে, এটি নাগরিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, সম্প্রতি ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মিলেই সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, এ কেলেঙ্কারিতে প্রেসিডেন্টের বোন কারিনা মিলেইও জড়িত। ফলে সরকারবিরোধী ক্ষোভ আরও বেড়ে যায় এবং নির্বাচনী প্রচারণার মাঠ উত্তপ্ত হয়ে ওঠে।
0 Comments