খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
ঢাকা | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
দলীয় সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা-তে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সফরের অন্যান্য সূচনা
-
শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ইসহাক দার।
-
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।
-
সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন, যেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন।
রোববারের কর্মসূচি
-
সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক।
-
সকাল ১০টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে ৬–৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
-
বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সাক্ষাৎ।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
0 Comments