WelCome To

1mnews01

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

Header Ads Widget

banner

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলের অভিযান আরও বেশি আগ্রাসী আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে হামলার পরিধি ও মাত্রা বাড়ানো হয়েছে গাজা সিটিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নির্বিচার হামলায় প্রাণ গেছে আরও ৫১ জনের

খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩ জন, আহত হয়েছে ২১ জন। একই শহরের অপর একটি হামলায় মারা গেছে আরও ৬ জন। এছাড়া, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে গুলিতে প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের

গাজা সিটি দখলের জন্য বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ আটকা পড়েছে।

এদিকে, অনাহার ও অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে আরও ১০ জনের, যার মধ্যে দুই শিশু রয়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী, গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে

গত দুই বছর ধরে ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে।


Post a Comment

0 Comments